সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বিনামুল্যে সোলার বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার দুপুরে উপজেলা জয়শ্রী ইউনিয়ন মাঠে সোলার বিতরণ করা হয়। আয়োজনে জয়শ্রী ইউনিয়ন পরিষদ ও সহযোগীতায় দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
দুর্যেোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ২০১৯-২০২০ অর্থ বছরের নির্বাচনী এলাকা ভিত্তিক কাবিটা ও টিআর প্রকল্পের বিনামুল্য ২টি প্রতিষ্টানসহ ৪৭টি অসহায় পরিবারের মাঝে বিনামুল্য সোলার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আজাহারুল ইসলাম দিদার, জয়শ্রী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিত লাল মুন প্রমূখ।
এমপি রতন বলেন, গ্রামের মানুষ আলো থেকে বঞ্চিত থাকেনি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। হাওরে বিভিন্ন উন্নয়ন সাধিত হচ্ছে। করোনায় আক্রান্তে দেশ যখন দিশেহারা প্রধানমমন্ত্রী সাধারণ মানুষের জন্য ত্রাণ সামগ্রী নগদ অর্থ বিতরণ করেছেন। নিজে বাচুন, পরিবারকে বাচান, দেশকে বাচান, সামাজিক দুরত্ব বজায় রাখুন।