সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার ৩০টি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। রবিবার সকাল ১০ ঘটিকার সময় তাহিরপুর উপজেলার মোয়াজ্জেম পুর, শ্রীপুর দক্ষীণ, পন্ডুপ, নয়নগরসহ বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে ধর্মপাশা উপজেলার বিশারা, নয়াগাও, কাহালা, চাপাইতিসহ বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসেন সিংহ, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ, তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, ধর্মপাশা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মো. মোস্তাক আহমেদ, মধ্যনগর থানা আওয়ামী লীগের নেতা অমরেশ চৌধুরী, মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন প্রমূখ।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনা কোন মানুষে উপোষ থাকতে দিবেন না। প্রাকৃতিক দুয়োগে সাধারণ মানুষের পাশে ছিলেন, থাকবেন ইনশাল্লাহ। ত্রাণের কার্যক্রম অব্যাহত থাকবে গ্রতিটি গ্রামে প্রতিটি মানুষকে সহযোগীতা করা হবে ইনশাল্লাহ।