সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
ভারতের পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের রাধানগর ও মল্লিকপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে
ঈদ সামগ্রী ১০ কেজি চাল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট দুধ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নাদের বখত, জেলা পরিষদের সচিব সৈয়দা শমসাদ বেগম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্দি কর, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল প্রমুখ।