সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো এর মত বিনিময় সভায় অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রেদুয়ানুল হালিম, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. শরিফ উদ্দিন, প্রকল্প বাস্তচায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, জামালগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জাসালগঞ্জ পাউবো উপ-সহকারী প্রকৌশলী মো. রেজাউল কবিরসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জামালগঞ্জের কানাইখালী, রাতলা, ছয়হারা খাল, ডালিয়া খাল, মাহমুদপুরের খাল, নিতাইপুরের খালসহ কয়েকটি খাল খনন করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের ফসলী জমির স্বার্থে খাল কখন একান্ত জরুরী, তাই কৃষকদের কথা চিন্তা করে খাল খনন কর্মসুচী সরকার হাতে নিয়েছেন। অচিরেই খাল খনন কর্মসুচীর প্রকল্পের কাজ শুরু হবে ইনশাল্লাহু।