শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
নিশাত ফাতেমার প্রথম বই নির্জন রাত আজ বিকাল ৪টায় লেখকের বাসভবনে অনুষ্ঠিত হয়।
লেখকের স্বামী এনামুল হকে’র সভাপতিত্বে ও মাসিক অক্ষর পত্রিকা সম্পাদক আবদুর রহমান জামীর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল-মাসুদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রচ্ছদ শিল্পী ও লিটলম্যাগ চৌহাট্টা সম্পাদক নাওয়াজ মারজান, লিটলম্যাগ চৈত্রিকা সম্পাদক কবি সাইয়্যিদ মুজাদ্দিদ, প্রচ্ছদ শিল্পী কবি হুসাইন মুহাম্মাদ ফাহিম, খ্যাতিনামা কন্ঠ শিল্পী মাসুম বিল্লাহ, গোলাপগনজ উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
উপস্থিত ছিলেন ফেরদৌস বেগম, চৈতি, জিনাত ফাতেমা, জুনেদ আহমদ, মোঃ এমাদ উদ্দীন, মেহেদি ফজলে রাব্বী, মিনহাজুল হক, মোহাম্মদ সাজন আহমদ, আবু-মুসা মোস্তফা, শাহ নেওয়াজ সায়মন, নাজমুল হক পল্লব, নুসরাত হক স্নেহা প্রমুখ।