রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে যু্বক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক ৮ ঘটিকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক চানপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) এর মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত জাহাঙ্গীরের ব্যবসায়ী প্রতিষ্ঠান জাহাঙ্গীর ওয়ার্কশপে নিজেই গিরিলের কাজ করতে হঠাৎ বিদ্যুতের বিঘ্ন ঘটে যাওয়া কারণে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাটিতে পড়ে যান। তার আর্ত চিৎকারে আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।