মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
মার্কিন নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্পের চেয়ে ইলেকটোরাল ভোটে ব্যাপক এগিয়ে আছেন বাইডেন।
আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৩৮টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।
ইন্ডিয়ানা, আরকানসাসে বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে আছেন ট্রাম্প। অপরদিকে, ম্যাসাচুসেটস এবং নিউ জার্সিতে এগিয়ে আছেন বাইডেন। ওকলাহোমা অঙ্গরাজ্যে ট্রাম্প, রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, দেলাওয়ার, ইলিনয়েস এবং মেরিল্যান্ডের ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন।
ফক্স নিউজ জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে দেখা গেছে ৪৫১টি ইলেক্টোরালের মধ্যে ২৩৮টি গেছে বাইডেনের ঘরে, ২১৩টি পেয়েছেন ট্রাম্প।
এরমধ্যে কেন্টাকি, ওকলাহোমা, টিনেসাস ও ওয়েস্ট ভার্জিনিয়াসজ ১৯টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ২০১৬ সালেও এসব রাজ্যে জয় পেয়েছিলেন তিনি।
অন্যদিকে নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ার, নিউ ইয়র্ক, রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ১৭টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বাইডেন। এসব অঙ্গরাজ্যে ২০১৬ সালের নির্বাচনে জয় পেয়েছিলেন সে সময়ের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফল নির্ধারক হতে পারে অঙ্গরাজ্যগুলোতে বাইডেন-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। এরমধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি ভোটার।