রবিবার, ০৬ Jul ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ইউকে জমিয়ত সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত
৩১শে অক্টোবরে পৃথিবীতে আছড়ে পড়তে পারে বিশাল গ্রহাণু!

৩১শে অক্টোবরে পৃথিবীতে আছড়ে পড়তে পারে বিশাল গ্রহাণু!

mam pic_101064আমার সুরমা ডটকম ডেক্স : গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংসের গুজব নতুন কিছু নয়। আদতে এসব দিন কিছুই হয় না। রোজকার মত পৃথিবী তার নিজ কক্ষ পথে ঘুরপাক খায়। এবার গুজব বলছে ৩১শে অক্টোবর বৃহৎ আকারের গ্রহাণু পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে। এসময় যদি এটি আছড়ে পরে তবে লন্ডভন্ড হবে আমাদের পৃথিবী। জানা গেছে, মহাকাশে ৩১শে অক্টোবরে আছড়ে পরবে বিশাল আকারের গ্রহাণু। এটি পৃথিবীর কাছ কাছ দিয়ে যাবে। এই গ্রহাণুটির নাম ‘২০১৫ টিবি১৪৫’। এটি পৃথিবীর ৩ লাখ মাইল দূর দিয়ে যাবে। তবে ভয়ের কারণ নেই। পৃথিবীর টিকিটিও ছুঁতে পারবে না এই গ্রহাণু। নাসার বিজ্ঞানীরা সপ্তাহ খানেক আগে এই গ্রহাণুর সন্ধান পেয়েছেন। তারা জানিয়েছেন, এই গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গেলেও পৃথিবীর কোন ক্ষতি হবার সম্ভাবনা নেই। তবে ভয়ের কারণটা হলো এই গ্রহাণুর আয়তন নিয়ে। এটি আকারে সুবিশাল। উচ্চতায় এটি ৯৫০ ফুট থেকে ২১০০ ফুট পর্যন্ত হতে পারে। এটির আয়তন হতে পারে ক্রিসলার বিল্ডিং কিংবা সাংহাই টাওয়ারের সমান। এটি আছড়ে পরার সময় এটির সঙ্গে আরও অনেক উপাদান যোগ হবে। ফলে আয়তনটা অনেকাংশে বেড়ে যাবে। নাসা ইতোমধ্যে ৮ হাজার গ্রহাণুর তালিকা তৈরি করেছে। যেগুলোর আকৃতি খানিকটা বড়। এসব গ্রহাণু পৃথিবীর আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। কোনোটা পৃথিবীকে খুব কাছ দিয়ে পতিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com