রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
শতাব্দীর প্রার্থীনতম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভার আসন্ন দিরাই পৌরসভার নির্বাচনে এই প্রথম দলীয় প্রার্থী ঘোষণা করেছে। শনিবার বাদ মাগরিব কলেজরোডস্থ দলের অফিসে এ ঘোষণা দেয়া হয়। শাখা সভাপতি শায়খ মাওলানা মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই পৌরসভার শাখার সভাপতি মাওলানা আব্দুল কাহার, সাবেক সভাপতি ও নির্বাচনে মনোনয়ন লাভকারী হাফিয মাওলানা লোকমান আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
দলীয় মনোনয়ন পাওয়ায় দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী হাফিয মাওলানা লোকমান আহমদ। সাথে সাথে তিনি সকলের সার্বিক সহযোগিতাও চেয়েছেন।