শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দক্ষিণ সুদানের যুদ্ধপীড়িত এলাকাগুলোতে ৩০ হাজারের বেশি মানুষ অনাহারে মৃত্যুর সম্মুখীন হয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে সতর্কবাণী উ”চারণ করেছে, সেখানে আরো হাজার হাজার লোক দুর্ভিক্ষের ‘দ্বারপ্রান্তে’ উপনীত হয়েছে। দক্ষিণ সুদানের ২২ মাস ধরে ‘গৃহযুদ্ধ’ চলছে। যুদ্ধে নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও শিশুবিষয়ক সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘অন্তত ৩০ হাজার লোক চরম খাদ্যাভাবে বাস করছে এবং তারা অনাহার ও মৃত্যুর সম্মুখীন হচ্ছে।’