শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
এই প্রথম মফস্বল এলাকা থেকে প্রশিক্ষণ নিয়ে রাজধানী ঢাকায় ফুটবল খেলছে দুই তরুণ। আর এই সফলতা অর্জনের দাবীদার ‘ফুটবল একাডেমি দিরাই’-এর।
একাডেমি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাইয়ে ২০১৬ সালে শুরু হওয়া এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জুয়েল সরদারের ছেলে রাফি সরদার ও রাজানগর ইউনিয়নের গছিয়া গ্রামের ইশতিয়ার মিয়ার ছেলে রাবেল মিয়া গত ২৪ ফেব্রæয়ারি থেকে রাজধানী ঢাকায় শুরু ওয়াজিদ মিয়া ক্রিড়া চক্রের হয়ে ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লীগে খেলছে।
এ ব্যাপারে একাডেমির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত কোচ রমজান সরদার জানান, দিরাইয়ের ইতিহাসে এই প্রথম মফস্বল এলাকা থেকে প্রশিক্ষণ নিয়ে রাজধানী ঢাকায় ফুটবল খেলছে। আমি নিষ্ঠার সাথে কাজ করছি দিরাইকে বিশ্বব্যাপি তুলে ধরতে। বিশেষ করে ফুটবল খেলার মাধ্যমে। কারণ, এটি দিরাইয়ের পুরাতন একটি ঐতিহ্য ধারণ করে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগামিতে আমার একাডেমির মাধ্যমে আরও বড় ধরণের সফলতা আসার অপেক্ষায় রয়েছি। শীঘ্রই আরও কিছু সুসংবাদ দিতে পারবো বলেও তিনি জানান।