রবিবার, ০৬ Jul ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ইউকে জমিয়ত সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত

ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ

আমার সুরমা ডটকম:

মাসে পাঁচ হাজার টাকা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে নোয়াখালীর ভাসানচরে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা।

দু’জন সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে সোমবার বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ করেন।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি দল তাদের শিবির পরিদর্শন করতে গেলে এই মিছিল করেন তারা।
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইউএনএইচসিআর’র সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে আসেন। ইউএনএইচসিআর’র প্রতিনিধি দল এই প্রথমবার ভাসানচরে আসেন।
এ সময় তারা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে গেলে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, সকালে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন। তারা হেলিকপ্টার থেকে অবতরণের পর পরই রোহিঙ্গারা প্রতি মাসে পাঁচ হাজার টাকাসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান।
জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান বলেন, প্রতিনিধি দলের দুই সদস্য ভাসানচরে পৌঁছলে রোহিঙ্গারা বিভিন্ন দাবি তুলে ধরেন। সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে কি না এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা বিক্ষোভ করেছেন।
ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পের একটি গুচ্ছগ্রামের ‘ফোকাল’ (সমন্বয়ক) এক রোহিঙ্গা নেতা বলেন, জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছলে রোহিঙ্গাদের একটি অংশ জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় রোহিঙ্গারা ইটপাটকেল ছুড়ে একটি সরকারি কার্যালয়ে ভাঙচুর চালান। এতে কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com