শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
ডিপ্লোমা অফ প্রাইমারি ইনস্টিটিউট বাংলাদেশ ডিপিএড প্রশিক্ষণার্থী ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা কার্যনির্বাহী সংসদ ২০২১-২০২২ কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ঘোষণা করা হয়।
৮৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সজিব চন্দ্র দাস, মো: শাহ জামাল। আহ্বায়ক করা হয়েছে রিন্টু কুমার দাসকে, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: ছানুয়ার হোসাইন ইমন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন স্বপন, মোহাম্মদ শের আলীসহ শিক্ষক নেতৃবৃন্দ।
ঐক্য পরিষদ মূলত শিক্ষকদের ঐক্য, শিক্ষা এবং সংশ্লিষ্ট উন্নয়ন বিষয়ে কাজ করার ঘোষণা দেওয়া হয়।
ডিপিএড প্রশিক্ষণ করতে গিয়ে শিক্ষকদের প্রাত্যহিক এবং সংসারের খরচ বেড়ে যায় এবং প্রত্যেকে স্মার্ট মোবাইল ক্রয় করতে হয়।
কনফারেন্স মিটিং করার জন্য। সীমিত আয়ের শিক্ষকগণের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।
ডিপিএড প্রশিক্ষণার্থীদের ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘোষিত কমিটির পক্ষে দাবি জানানো হয়।