শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আব্দুস সাত্তার ট্রেডার্সের স্বত্বাধিকারী, দিরাই পৌরসভার সুজানগর নিবাসি আব্দুস সাত্তার চৌধুরী (৮০) মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটের সময় আরামবাগের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ কন্যাসহ বহু আত্নীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান।
বুধবার সকাল ১১টায় সুজানগর ঈদগাহ ময়দানে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুস সাত্তার চৌধুরীর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র, রাজনৈতিক নেতাবর্গ, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন সংগঠন মরহুমের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।