শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জানুয়ারি এই ধাপের ইউপি ভোটগ্রহণের দিন রাখা হয়েছে।
শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ইসির বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজকের (শনিবার) কমিশন সভায় ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।