বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
দিরাইয়ে সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগে শহীদ দিবস পালিত

দিরাইয়ে সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগে শহীদ দিবস পালিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারী ২০২২ মহান দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বেলা ১১ ঘটিকায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দুপুর ১২ ঘটিকায় বাজার ব্রিজ সংলগ্ন থানারোডস্থ ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড অফিসের ২য় তলায় অস্থায়ী কার্যালয়ে শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফের সভাপতিত্বে এবং কাজি আখলাকুর রহমানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর সভার জননন্দনীত মেয়র বাবু বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, ৭নং জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ দিরাই উপজেলা শাখার সভাপতি শাজাহান সরদার, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমি দিরাইয়ের চেয়ারম্যান শাজাহান সিরাজ।
সবিহা সুলতানা চৌধুরী ও ফাহমিদা আক্তারের যৌথ কণ্ঠে শহিদদের স্মরণে একুশের গান পরিবেশন করা হয়।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সার্চ মানবাধিকার সোসাইটি দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল।
বক্তব্য রাখেন সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পাথারিয়ার প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই সরকারি ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক মিযানুর রহমান পারভেজ, দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার মোঃ লিয়াকত আলী, সার্চ মানবাধিকার সোসাইটি দিরাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আলী, ক্যাশিয়ার মাওলানা খালেদ আহমদ জায়িম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রশিদা বেগম, দপ্তর সম্পাদক মোঃ মিলিক মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিজয় চন্দ্র দে, নুপুর তালুকদার, সংগঠনের নির্বাহী সদস্য সাবিহা সুলতানা চৌধুরী ও ফাহমিদা আক্তার যৌথ কন্ঠে একুশের গান গাওয়া হয়। আলোচনা শেষে দুঃস্থ অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।
শাখার সহ-সভাপতি মাওলানা ছানুওয়ার হোসাইন ইমন শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন। সভাপতির সমাপনীর বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com