শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : জাফলংয়ের পিয়ান নদীর পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম শাওন আহমেদ (২০)। সে ঢাকা যাত্রা বাড়ির সিরাজীবাগ এলাকার বাসিন্দা জামাল মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শাওন ও তার ৭-৮ জন বন্ধু মিলে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় তারা গোসল করতে নামে। এসময় সাঁতার না জানায় স্রোতের তোড়ে তলিয়ে যায় শাওন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।