শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ইংল্যান্ডে প্রতি ১০ জনের মধ্যে ৬ জন মুসলিমের ইসলাম বা মুসলিম বিদ্বেষী ঘটনার অভিজ্ঞতা আছে। গত সপ্তাহে দ্যা ইসলামিক হিউম্যান রাইটস কমিশন পরিচালিত এক সার্ভেতে এ তথ্য বেরিয়ে এসেছে। ২০১০ সালে প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের ছিল এ অভিজ্ঞতা। অন্যদিকে ইংল্যান্ড এবং ওয়েলসে মুসলিম বিরোধী ঘৃনাকে বিশেষ অপরাধ হিসাবে বিবেচনা করে রেকর্ডে রাখার জন্য গত মাসে ঘোষণা দিয়েছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী। এতো কিছুর পরেও ক্রমান্বয়ে বেড়েই চলছে ইসলাম বা মুসলিম বিরোধী ঘৃনা। গত প্রায় দেড় মাসে লন্ডনের পাবলিক বাসে একে একে ৩টি ইসলাম বা মুসলিম বিদ্বেষী ঘটনা প্রকাশের পর এবার ল্যাঙ্কারশায়ারের বার্নলী ম্যাজিস্ট্রেইট কোর্টে আরেকটি ইসলাম বিদ্বেষী ঘটনার বিচার হয়েছে। নেকাব বা ভেইলের মাধ্যমে নাক-মুখ ডেকে রাখায় বর্ণবাদি আক্রমনের শিকার হয়েছিলেন বার্নলির বাসিন্দা ৩২ বছর বয়সের রাহেলা চৌধুরী। গত ৩রা অক্টোবর, শনিবার ৩ বাচ্চা নিয়ে বার্নলির একটি টেসকো এক্সট্রা থেকে শপিং শেষে বের হবার সময় ৫০ বছর বয়সী জন ম্যাকডোগাল নামে এক শ্বেতাঙ্গ তাকে আক্রমণ করেন। রাহেলা চৌধুরীকে উদ্দেশ্য করে জন ম্যাগডোগাল কেনো রাহেলা চৌধুরীর ফেইস দেখতে পারছেন না’ বলে চিৎকার করে বর্ণবাদী নানান শব্দ উচ্চারণ করতে থাকেন। ঘটনায় তাৎক্ষনিকভাবে স্তব্ধ হয়ে যান রাহেলা চৌধুরী। ভয়ে তার ৪ বছরের শিশু কাঁদতে শুরু করে। সঙ্গে থাকা ১২ ও ১১ বছরের বাকী ৩ সন্তান হতবাক হয়ে যায়। এ ঘটনার দায়ে বার্নলী ম্যাজিস্ট্রেই কোর্ট ল্যাঙ্কারশায়ারের আরবি এলাকার বাসিন্দা জন ম্যাক ডোগালকে দন্ড দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ৩রা অক্টোবর, রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। জন ম্যাকডোগাল রাহেলা চৌধুরীর প্রতি চিৎকার করে কথা বলতে শুরু করলে টেসকোর একজন স্টাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় সিকিউটি এসে জনকে এখান থেকে তাড়িয়ে দেন। এ ঘটনার পর থেকে রাহেলা চৌধুরীর সন্তানরা তাদের ঘরে যেতেও ভয় পেতে শুরু করে। ফলে বাধ্য হয়ে তিনি এ এলাকা ত্যাগ করেন। আদালতের শুনানিতে জন ম্যাকডোগাল তার অপরাধ স্বীকার করেন। তিনি ক্ষিপ্ত হয়ে রাহেলা চৌধুরী এবং টানু মিয়া নামে অপর এক পুরুষের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অশালিন এবং বর্ণবাদী শব্দ ব্যবহার করে হুমকি, ধামকি দেন বলেও স্বীকার করেন। এ অপরাধে আদালত তাকে আগামী ১২ মাসের মধ্যে ২শ ঘন্টা অবৈতনিক কাজের নির্দেশ দিয়েছেন। এছাড়াও কম্পেনসেশন, ভিক্টিম সারচার্জ, ক্রিমিনাল কোর্ট চার্জ বাবদ সর্বমোট ৪শ ২৫ পাউন্ড পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। তার সঙ্গে থাকা জর্ডান ম্যাকডোগাল নামে ২৮ বছর বয়সের আরেক ব্যক্তিও আদালতে নিজের দোষ স্বীকার করেন। তাকে একই অপরাধের জন্য ৬ মাসের কন্ডিশনাল চার্জ প্রদানের পাশাপাশি ভিক্টিম সারচার্জ এবং ক্রিমিনাল কোর্ট চার্জ বাবদ ১শ ৬৫ পাউন্ড পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। ইংল্যান্ডে ইসলাম বা মুসলিম বিদ্বেষী হামলার শিকারদের আদালতের আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন রাহেলা চৌধুরী।