শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার কাজ করার সময় এয়ার বোমা পাওয়া গেছে। বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত সাংবাদিকদের জানান, সোমবার বেলা সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের লাগোয়া পশ্চিম ফদনার ডেইল এলাকায় ওই এয়ার বোমাটি পাওয়া যায়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন শীর্ষ নিউজকে বলেন, বিমানবন্দরের সংস্কার কাজ করার সময় শ্রমিকরা এয়ার বোমাটি দেখতে পায়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানায়। এরপর বোমাটি পরীক্ষা করার জন্য সেনাবাহিনীকে খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।