মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

টঙ্গীর ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত ও শনিবার সকালে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, বিশ্বব্যাপী মুসল্লিদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতের প্রথম পর্বে এ পর্যন্ত সাতজন ইজতেমা স্থলে মারা গেছেন।
মৃত ব্যক্তিদের পরিচয় সিলেটের জৈন্তাপুর উপজেলার মৃত ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩), গাজীপুরের সদর উপজেলার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত মোবারক হোসেন খানের ছেলে মোফাজ্জেল হোসেন খান (৭০), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আদিল উদ্দিন সিকদারের ছেলে আক্কাস আলী সিকদার (৫০), চট্টগ্রামের সদর উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুল রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার মৃত রহমতুল্লাহ’র ছেলে হাবিবুর রহমান হবি (৭০)। এদের মধ্যে নুরুল হক ও আবু তৈয়ব বৃহস্পতিবার বার্ধক্যজনিত জটিলতায়, শুক্রবারে শ্বাসকষ্টজনিত কারণে মারা যান হাবিউল্লাহ, মোফাজ্জেল ও আক্কাস এবং শনিবার সকালে রাজ্জাক ও হাবিবুর বার্ধক্যজনিত জটিলতায় মারা যান।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। একই স্থানে আগামী ২০-২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: ইউএনবি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com