সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (১৮) নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি বিলে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত পড়লে ওই জেলে নিহত হন। নিহত রফিকুল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের মৃত পুলিশ মিয়ার ছেলে।
নিহত জেলে রফিকুলের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার লামাগাঁও গ্রামের জেলে রফিকুল আরো এক সহযোগিকে নিয়ে সন্ধ্যায় গ্রামের সামনে টাঙ্গুয়ার হাওরে একটি বিলে (জলমহাল) মাছ ধরতে যান। সাথে থাকা সহযোগি রাতের খাবার নিতে গ্রামের ফিরে আসার পর রাত সাড়ে আটটার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়।
এদিকে টাঙ্গুয়ার হাওরে বিলে মাছ ধরাকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত পড়লে মাছ ধরার নৌকায় থাকা রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃষ্টি কিছুটা কমে গেলে রফিকুলের সহযোগি হাওরে ফিরে গিয়ে নৌকায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও গ্রামবাসী খবর দেন। পরে তারা এসে নিহত রফিকুলের মরদেহ রাতেই হাওর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান।
বজ্রপাতে ওই জেলের মৃত্যুর বিষয়টি তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন নিশ্চিত করেন।