মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
আনজুমানে তাহাফফুযে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের প্রধান কেন্দ্র দারুল উলূম দরগাহপুরে আর-রাহীম ফাউন্ডেশনের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লন্ডন প্রবাসি রফিক উদ্দিনের অর্থায়নে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা শায়খ মাওলানা শাব্বীর আহমদ। আনজুমানের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিয মাওলানা মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হুসাইন আহমদ, আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা শাহনূর আহমদ, মাওলানা শাহজাহান, মাওলানা আনোয়ার হোসাইন, হাফিয মাওলানা উসামা ইসলাম খান, মাওলানা নোমান আহমদ প্রমুখ।