শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : পরীক্ষা শেষে আর ফেরা হলোনা মনি বেগমের, জীবন বাতি নিভে গেল একটি দুর্ঘটনায়। এই অসময়ে মেয়ের চলে যাওয়াকে মানতেই পারছেন না দরিদ্র পিতা-মাতা। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের আব্দুল কাদির মিয়ার মেয়ে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এ বছর জেএসসি পরীক্ষার্থী রাশেদা আক্তার মনি (১০) ও তারই চাচাতো বোন মনোহর আলীর মেয়ে সাজনা বেগম (১৭) ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা শেষে বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়। আহতাবস্থায় তাদেরকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত মনিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল (শুক্রবার) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মনি মারা যায়। সূত্র জানান, সাজনা ও মনি পরীক্ষা শেষে বাড়িতে আসার জন্য পাথারিয়া বাজারের বাসস্টেশনে দিরাইগামী একটি লেগুণায় ওঠে। সেটিতে আর কোন যাত্রী ছিলনা, গাড়ির হেলপার না থাকায় চালক একাই গাড়ি চালাচ্ছিল। শরীফপুর আসার পর তারা নামানোর জন্য বললে চালক এদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুতগতিতে চলে যাওয়ার কারণে তারা লাফ দিয়ে নামার চেষ্টা করে। আর তাতেই সড়কে তারা চিটকে পড়ে দিয়ে গুরুতর আহত হয়। সাথে সাথেই তাদেরকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথার পেছনে গুরুতর আহত রাশেদা আক্তার মনিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মনি শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায়। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি জানেন না বলে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি বা মামলাও হয়নি।