শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল-হেলালের পিতা, দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়া (৭১) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) শনিবার দুপর ১২টায় সুনামগঞ্জের দিরাই পৌরসভার মজলিশপুর গ্রামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সন্ধ্যায় দিরাই জামেয়া হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে শনিবার রাতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে বিকেল ৫টায় পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা ময়না মিয়ার কফিনে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাদিক, আব্দুস সালাম, আব্দুল করিম, আজাদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মরহুম ময়না মিয়া স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মাগফেরাতের জন্য পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল-হেলালের পিতা, দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়ার ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের দিরাই উপজেলা সংবাদদাতা মুজাহিদ সর্দার তালহাসহ সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা মরহুমের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করেছেন।