রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ের বাসস্টেশনের যানজটমুক্ত করতে দিরাই থেকে চলাচলকারী আন্ত:বাস ও দূরপাল্লার বাস মালিক সমিটির স্থানীয় প্রতিনিধিদের সাথে দিরাই বাসস্টেশন স্থানান্তর বাস্তবায়ন কমিটির এক বৈঠক বাদ মাগরিব আল মাদানী কাউন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম।
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দিরাইয়ের ট্রাফিক পুলিশের ইন-চার্জ মোঃ আব্দুল ওয়াহিদ।
বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মোঃ মুজিবুর রহমান, আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, এসআই আব্দুস সাত্তার, মোঃ কাচা মিয়া, কনর মিয়া, সাবেক কাউন্সিলর মোঃ সবুজ মিয়া, মোঃ আশরাফ আলী, মুহিবুর রহমান ওদুদ, মশিউর রহমান, রুবেল চৌধুরী, শাহ আলম, আব্দুল্লাহ মিয়া, মাহফুজুল আমিন প্রমুখ।
দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর বৈঠকে সবাই দিরাই বাসস্টেশনের যানজট নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সর্বশেষ যানজট লাগবের সুবিধার্থে আগামিকাল সোমবার বিকেল ৩টায় দিরাই বাসস্টেশনে ঢাকাগামি গাড়িগুলোর মধ্যে শৃঙ্খলার স্বার্থে জায়গা চিহ্নিত করে দেয়া হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
বৈঠকে দিরাই বাসস্টেশন স্থানান্তর বাস্তবায়ন কমিটির সদস্যসহ বাস মালিক সমিতির বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।