বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ের পৌরশহরের দাউদপুরস্থ বুলবুল লন্ডনীর বাড়ির সামনের পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকাবস্থায় ৪টি পিকআপে ১৬০ বস্তা আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ডিউটিরত অবস্থায় এসআই তপন চন্দ্র দাসসহ সঙ্গীয় ফোর্সের মোবাইল টিম এসব মালামাল আটক করেন। আটককৃতদেরকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দিরাই থাান পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দিরাই পৌরশহরের দাউদপুরস্থ বুলবুল লন্ডনীর বাড়ির সামনের পাকা রাস্তায় ৪টি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখলে তল্লাশী চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি দেখতে পেয়ে ৪টি পিকআপসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যান। প্রতি পিকআপে ৪০ বস্তা করে মোট ১৬০ বস্তা চিনি রয়েছে, যার বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতরা হলো জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সাতারকোণা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আল আমিন (২০), মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত মোঃ ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ মঞ্জিল মিয়া (৪২), পদ্মনগর গ্রামের রতীন্দ্র দেবনাথের পুত্র প্রান্ত দেবনাথ (২১)।
এ ব্যাপারে দিরাই থানায় একটি মামলা (নং-২) দায়ের করা হয়েছে। বিকেলে আসামীদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিনি ও পিকআপ দিরাই থানায় পুলিশ হেফাজতে রয়েছে।