বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন ও দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনের বদলীজনিত কারণে দিরাই উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন ও দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, এডভোকেট রিপা সিনহা, দিরাই থানার সহকারি পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফুল আলম, দিরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনি রায়, কৃষি কর্মকর্তা মনোরঞ্জন দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, ফুড অফিসার কামরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র চন্দ্র দাস, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায়, দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরার হোসেন, দিরাই পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র লিটন দাস, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল, সহকারি শিক্ষক গোলাম মোস্তফা রুমি, দিরাই প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ডিএসএসের চেয়ারম্যান শাহজাহান সিরাজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল, সদস্য আকতার সাদিক চৌধুরী, সাইফুর রহমান প্রমুখ।