সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড় গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুমিন এইড ইউ.কে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের যৌথ উদ্যোগে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুমিন এইড ইউ.কের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার শায়খ মাওলানা বদরুল হক, ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ নূর হোসেন, মাওলানা আবুল কাসিম শায়খে চাতলপাড়ি, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।
দিনব্যাপি ফ্রি এ চক্ষু শিবিরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৫৯৩ জন নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ছানী অপারেশনের জন্য ৮৫ জন নারী-পুরুষকে ভার্ড চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিক পরীক্ষার মাধ্যমে ঔষধ ও চশমা দেয়া হয়।