মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কবার্তা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আজ রোববার জারি করা এক বার্তায় বলা হয়েছে- ২৩শে নভেম্বর দেশব্যাপী হরতালের ডাক দেয়া হয়েছে, সেখানে বিদ্যমান সহিংসতা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বার্তায় গত ১৮ই নভেম্বর এক ইতালিয়ান ধর্মযাজককে হত্যাচেষ্টার বিষয়টি উল্লেখ করে বলা হয় আইএসআইএল ওই ঘটনার দায় স্বীকার করেছে।