বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক সিলেট’র আয়োজনে ও সোনালী ব্যাংক শাখার সহযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক দিরাই শাখার ম্যানেজার সত্যজিৎ দাসের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার সাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট’র যুগ্ম-পরিচালক রাজেশ আচার্য্য, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-পরিচালক রাজেশ্বর ভট্টাচার্য্য, সোনালী ব্যাংক সুনামগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু সাঈদ সরদার, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-পরিচালক রফিকুল ইসলাম। এসময় শিক্ষক- শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মশালায় জালনোট শনাক্তকরণ ও নিস্পত্তিকরণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তারা।