শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
ছাত্র জমিয়ত বাংলাদেশ এর গৌরব, সংগ্রাম, সাফল্য ও ব্যক্তিগঠনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী অদ্য ২৪ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শহরের পশ্চিম হাজীপাড়াস্থ উত্তরা মটরসের সম্মুখ থেকে যাত্রা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা জিয়াউল করীম’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর আহমদ, পৌর যুব জমিয়ত নেতা মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আজিরুদ্দীন সোহাগ, প্রচার সম্পাদক সুমন আহমদ, সমাজসেবা সম্পাদক ওলীউর রহমান, দিরাই উপজেলা ছাত্র জমিয়তের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কয়েস আহমদ তালুকদার, ছাত্রনেতা আবুল হাসানাত মারুফ, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নোমান আহমদ, শাল্লা উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রেজাউল করীম, দোয়ারাবাজার উপজেলা ছাত্র জমিয়ত নেতা আল-আমীন, দিরাই জামেয়া ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক হেদায়াতুল্লাহ ফয়সাল, জামালগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীল রায়হান আহমদ, পৌর ছাত্র জমিয়ত নেতা ইমাম হোসাইন, জামিয়া মাদানিয়া ক্যাম্পাস শাখার প্রচার সম্পাদক মুহিবুর রহমান, তাহিরপুর উপজেলা ছাত্র জমিয়ত নেতা বদরুল আলম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত নেতা ফয়সল আহমদসহ বিভিন্ন উপজেলার দায়িত্বশীল, শায়খুল ইসলাম, ওয়েজখালী, মাআরিফুল কুরআন ওয়াসসুন্নাহ ও দারুস সালাম ক্যাম্পাস শাখাসমূহের কর্মীবৃন্দ।