বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে পালিত হলো ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন গণ-অভ্যুত্থান দিবস। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিবসটি পালনের বিভিন্ন কার্যক্রম। বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এদিকে দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়।