বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর হাতে ৮ কেজি গাঁজাসহ আটক হয়েছেন মোঃ ওয়াসির মিয়া নামে এক যুবক। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মোক্তার মিয়ার ছেলে।
দিরাই থানা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেজর আসিফ রানার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ৮ কেটি গাঁজাসহ আটক করে। পরে তাকে দিরাই থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে দিরাই থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। মামলা নং-৩, তারিখ ঃ ১১-০৮-২০২৫।
দিরাই থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) তন্ময় দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।