ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম এলাকা সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত সফরে ওয়েস্টন সুপার মিয়ার শহরে বিশেষ সফর করেন। ওয়েষ্টন সুপার মিয়ার শহরে অবস্থিত সাউথ ওয়েস্ট মসজিদে এ উপলক্ষে প্রথমে বিরাট সীরাতুন্নবী সাঃ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম পবিত্র কোরআনুল কারীমের আলোকে সীরাতুন্নবী সম্পর্কে দীর্ঘ তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন। অতঃপর জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের উদ্যোগে বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক ও সাউথ ওয়েস্ট মসজিদের ইমাম ও খতীব মাওলানা অলিউর রহমান আরশাদী।
সভায় জমিয়তের ইতিহাস -ঐতিহ্য নিয়ে বিশেষ আলোচনা উপস্থাপন করেন ইউ.কে জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউ.কে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আশফাকুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ওয়েষ্টন সুপার মিয়ার শহরের সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এতে উপস্থিত সকলের পরামর্শক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখার প্রথম গঠিত এ কমিটিতে মাওলানা ওলিউর রহমান আরশাদীকে সভাপতি এবং স্থানীয় দ্বিনী ব্যক্তিত্ব আলহাজ্ব আবদুর রহীমকে সেক্রেটারি নিযুক্ত করা হয়।
পূর্ণ কমিটি নিম্নরূপ উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জলীল, সভাপতি মাওলানা অলিউর রহমান আরশাদী, সহ-সভাপতি কারী সৈয়দ আল আমিন, সেক্রেটারি আলহাজ্ব আব্দুর রহীম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ খলিল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, ট্রেজারার মোঃ ইফতেখার হোসেন, প্রচার সম্পাদক আলঈমান জলিল, সদস্যবৃন্দ শামীম মিয়া, আব্দুল বাসীত, শফিকউল্লাহ, মামুন আহমদ, ইউসুফ আহমদ, মোঃ হাকিম। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, পরবর্তীতে আরো জমিয়তের আদর্শে অনুপ্রাণিত ব্যক্তিবর্গকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করে বলেন, এই কমিটি গঠনের মধ্য দিয়ে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম এলাকা সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে ইতিহাসে জমিয়তে উলামায়ে ইসলাম এর একটি শাখা প্রথমবার গঠন করা সম্ভবপর হয়েছে। এটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। ইউ.কে জমিয়ত নেতৃবৃন্দ ঐতিহাসিক এ সফরে স্থানীয় সমুদ্র সৈকত ও দেখতে যান। এ সময় তাঁরা লাইভ ভিডিও বার্তার মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম ও স্থানীয় শাখা গঠন উপলক্ষে প্রাণবন্ত মেসেজ দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেন। এ সময় ইউ.কে জমিয়ত নেতৃবৃন্দ স্থানীয় মুরব্বি ও মুসল্লিদের আদর আপ্যায়ন ও আতিথেয়তার ভূয়সি প্রশংসা করে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।