শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সকল ভেদাভেদ ভুলে এবার একই মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থী। এ দৃশ্যে দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে জোটের কেউ সেখানে না থাকায় এক ধরণের চাপা ক্ষোভও আছে বিএনপি জোটে।
জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে দলীয় মনোনয়ন ক্রয় করেছিলেন মোঃ নাছির চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল। এমনকি দলের মহাসচিব স্বাক্ষরিত দলীয় মনোনয়নও পেয়েছিলেন ২ জন। ফলে মোঃ নাছির চৌধুরী ও এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল যথাসময়ে তাদের মনোনয়নপত্রও জমা দেন। তবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে শেষ মুহূর্তে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এবার দলের প্রার্থীর পক্ষে একজোটে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে রয়েছেন তারা। গতকাল সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায় একই মঞ্চে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ নাছির চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, লন্ডন প্রবাসি জাভেদ চৌধুরী আজমল। তারাসহ দলের নেতাকর্মীরা আগামি নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের পর থেকে মাঠে রাজনীতির সুর পাল্টে যাচ্ছে। যতোই দিন যাচ্ছে, ততোই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জোটের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরাও ধানের শীষের প্রার্থী মোঃ নাছির চৌধুরীর পক্ষে বিভিন্ন মতবিনিময় সভা, উঠান বৈঠক ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।