বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : মসজিদে বয়ানের নামে রাজনৈতিক বক্তব্য না দিতে ইমামদের নিষেধ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ইমামদের উদ্দেশে মায়া বলেন, “বয়ানের নামে আপনারা মসজিদে রাজনৈতিক বক্তব্য দেবেন না।” এর পরও মসজিদে কেউ রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।