শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
সিলেট বিভাগের ৩৫টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১১০ জন নারী সদস্য শপথ নিয়েছেন।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। এসময় তিনি বলেন- নির্বাচিত নারী সদস্যদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। তাদেরকে আইন ও অধিকার সম্পর্কে জানতে হবে। তিনি আরও বলেন- উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা বাল্যবিবাহের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সবাইকে সাথে নিয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নারী সদস্যদের সোচ্চার হতে হবে। কারো প্ররোচনায় প্রভাবিত হয়ে কোন করা যাবে না উল্লেখ করে বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেন- এখন দেশের নারীরা পিছিয়ে নেই। বাংলাদেশের নারীরা দেখিয়ে দিয়েছে তারা পুরুষের মতো সকল কাজে তারা পারদর্শী। তিনি বলেন- দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার নারী। নারীরাই এ দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাই উপজেলা পরিষদের নারী সদস্যদেরও পিছনে তাকাবার সুযোগ নেই।শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক মিজানুর রহমান ও উপ-পরিচালক পরিমল সিংহ।