বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সকাল ১০ টা ৫৫ মিনিটে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।