বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
বিচ্ছিন্ন হয়নি সংযোগ: তিন বছর বিদ্যুৎ বিল দিচ্ছেন না নগর আ.লীগ সভাপতি!

বিচ্ছিন্ন হয়নি সংযোগ: তিন বছর বিদ্যুৎ বিল দিচ্ছেন না নগর আ.লীগ সভাপতি!

wx_108354আমার সুরমা ডটকম : গত তিন বছর ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ডিপিডিসি) বিদ্যুৎ বিল দিচ্ছেন না ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। তার প্রতিষ্ঠানের কাছে প্রায় ৭৩ লাখ টাকা বিদ্যুৎ বিল পাওনা হয়েছে ডিপিডিসি। দুই মাসের বিল বকেয়া পড়লেই সাধারণত সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম থাকলেও আওয়ামী লীগের এ নেতার ক্ষেত্রে তা ঘটেনি। জানা গেছে, এম এ আজিজের প্রতিষ্ঠান মেসার্স এস এ হোসেন। এই প্রতিষ্ঠানেরই বকেয়ার জন্য গত ২৯ নভেম্বর ডিপিডিসি থেকে চিঠি দেওয়া হয়। এতে হয়, ‘আপনার ব্যবহৃত স্থাপনার নিকট বিদ্যুৎ বিল বাবদ ডিপিডিসির ৭২ লাখ আটাশি হাজার ৯৯৫ টাকা বকেয়া পাওনা আছে। এ বকেয়া পরিশোধের জন্য আপনাকে বার বার নোটিশ প্রদান করার পরও আপনি তা পরিশোধ থেকে বিরত আছেন।’

download (29)চিঠিতে আরো বলা হয়, ‘২০১২ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করেনি এম এ আজিজের মেসার্স এস এ হোসেন।’ বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ডিপিডিসিতে হাজির হয়ে কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না, কেন মামলা দায়ের করে স্থাপনা ক্রোক করা হবে না এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে এম এ আজিজ বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানের এ রকম বকেয়া থাকতেই পারে। এ নিয়ে তো ওদের (ডিপিডিসি) সঙ্গে কথা হয়েছে।’ তিন বছরেও বিচ্ছিন্নহীন অবস্থায় কীভাবে চলছে জানতে চাইলে এম এ আজিজ বলেন, ‘এসব আমার ছেলে দেখে। আমাকে খোঁজ নিতে হবে।’ বিষয়টি নিশ্চিত করে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. নজরুল হাসান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। এ ব্যাপারে কাজ করার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com