শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীরা যখন গণসংযোগে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন, তখনই এক প্রার্থী তার নির্বাচনী গণসংযোগ ছেড়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সময় কাঠানোর ঘটনায় ব্যাপক সমালোচনা হচ্ছে। ঘটনাটি ঘটেছে দিরাই পৌরসভা এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সুনামগঞ্জের দিরাই পৌর সদরের তাইজ ম্যানশনের সামনে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) দিরাই উপজেলা শাখা। দলের পক্ষ থেকে দিরাই পৌরসভা নির্বাচনে প্রার্থী দেয়া হয়েছে উপজেলা জাসদের সদস্য মুজাম্মিল হককে। উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সুনামগঞ্জ জেলা সভাপতি আতম সালেহ। উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এনামুজ্জামান চৌধুরী, জেলা জাসদ নেতা এডভোকেট রুহুল তুহিন, এডভোকেট নূর হোসেন, মাহিন হোসাইন ও দিরাই পৌরসভা নির্বাচনে জাসদ মনোনীতপ্রার্থী মোজাম্মিল হক। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক রাত পর্যন্ত। এ ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই এটিকে কটাক্ষ করে বলেছেন, ‘প্রার্থী গণসংযোগে না গিয়ে মঞ্চে সময় কাটাচ্ছেন; কারণ, তিনি জানেন বিজয়ী হতে পারবেন না, তাই একটি অনুষ্ঠানের নামে সময় কাটানো।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে আয়োজক কর্তৃপক্ষ বলেছেন, এটিও তাদের নির্বাচনী প্রচারণার অংশ।