বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : এ বছর ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা এরই মধ্যে ১০ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও ইন্টারন্যাশনাল অরগানাইজেশ ফর মাইগ্রেশনের (আইওএম) পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়। বিবৃতিতে আরো বলা হয়, বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে আরো প্রায় ৩৬০০ শরণার্থী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। নৌ ও স্থল পথে ইউরোপে প্রবেশ করা এইসব শরণার্থীর অর্ধেকই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে এসেছে। এছাড়া ২০ শতাংশ আফগান এবং ৭ শতাংশ ইরাক থেকে আগত শরণার্থী। আইওএম জানায়, ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ১০,০৫৫০৪ জন শরণার্থী গ্রিস, বুলগেরিয়া, ইতালি, স্পেন, মাল্টা ও সাইপ্রাসে প্রবেশ করেছে। যাদের মধ্যে ৮,১৬৭৫২ জনই সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে এসেছে। আইওএম প্রধান উইলিয়াম লেসি বলেন, “আমি জানি অভিবাসন অনিবার্য, প্রয়োজনীয় এবং প্রত্যাশিত বিষয়।” লেসি আরো বলেন “কত জন এসেছে অথবা কত জন পথে মারা গেছে সেই সংখ্যা গণনা করাই যথেষ্ট নয়। বরং আমাদের অবশ্যই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। অভিবাসন সবার জন্যই (অভিবাসন প্রত্যাশী এবং যে দেশ আশ্রয় দেবে) বৈধ, নিরাপদ ও সুরক্ষিত হতে হবে।” আগামী বছরও একই হারে শরণার্থী ইউরোপে আসবে বলে ধারণা করছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। এজন্য নিজেদের প্রস্তুত করছে সংস্থাটি। তবে আইওএম’র মুখপাত্র জয়েল মিলম্যান মনে করেন শরণার্থীদের বিষয়ে আগে থেকেই কিছু বলা অসম্ভব।