রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : যেকোনো জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর এ মন্তব্য করেন তিনি। হামলার মোকাবেলায় ভারতীয় বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী যেবাবে জঙ্গি হামলার উপযুক্ত জবাব দিয়েছে তাতে আমি গর্ববোধ করছি। সামরিকবাহিনী, আধাসামরিকবাহিনী এবং পাঞ্জাব পুলিশের সমন্বিত প্রচেষ্টা ছিল। পাশাপাশি পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেন, “ভারত শান্তি চায়। কিন্তু যেকোনো সন্ত্রাস হামলার উপযুক্ত জবাব দেবে।’’ লাহোরে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পরেই এ ঘটনা ঘটলো। এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। মোদির পাকিস্তান সফর নিয়েও কটাক্ষ করতে শুরু করেছে তারা। এর জবাবে রাজনাথ সিং বলেন, “পাকিস্তান আমাদের প্রতিবেশী। আমরা শান্তি চাই এবং অন্যান্য প্রতিবেশী দেশের মত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাই। কিন্তু যে কোনো ধরণের হামলার জবাব দেয়া হবে।’’