মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের কেন্দ্রীয় নেতা কাজী আরেফ আহমেদের তিন খুনির ফাঁসি কার্যকর হচ্ছে আজ বৃহস্পতিবার রাতে। যশোর কেন্দ্রীয় কারাগারে ওই তিন খুনির ফাঁসি কার্যকর হবে। ওই তিন খুনি হলেন-কুষ্টিয়ার মীরপুর উপজেলার রাজনগর গ্রামের সাফায়েত হোসেন হাবিব (কয়েদি নম্বর ৭১৩৩/এ), একই উপজেলার কুর্শা গ্রামের আনোয়ার হোসেন (কয়েদি নম্বর ৭৫৮৯/এ) ও রাশেদুল ইসলাম ঝন্টু (কয়েদি নম্বর ৭৫৯০/এ)। যশোর পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, ফাঁসি কার্যকরের জন্য তাকেসহ জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে কারাকর্তৃপক্ষ চিঠি পাঠিয়েছেন। জানা গেছে, এরই মধ্যে কারা কর্তৃপক্ষ ফাঁসির রায় কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রস্তুত রাখা হয়েছে জল্লাদকে। প্রস্তুত ফাঁসির মঞ্চও। ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানিয়েছেন, সেখানে একসঙ্গে সর্বোচ্চ দু’জনের ফাঁসি কার্যকর করা যায়। সেই কারণে দু’জনের ফাঁসি সম্পন্ন হওয়ার ২০ মিনিট পরে আরেক জনের ফাঁসি কার্যকর করা হবে।