সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠানে কারিনার সঙ্গে থাকার কথা ছিল জাভেদ আলী, কণিকা কাপুর এবং বাংলাদেশি চিত্রনায়ক অনন্ত জলিলের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা ছিল শুক্রবার। টিকিটের মূল্য ধরা হয়েছিল যথাক্রমে এক হাজার, দেড় হাজার ও তিন হাজার টাকা। বলিউড তারকা কারিনা কাপুর ‘ক্লিন ঢাকা কনসার্টে’ অংশ নিতে শুক্রবার ঢাকায় আসছেন না। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এ কনসার্ট স্থগিতের অনুরোধ করে ঢাকা মহানগর পুলিশ। কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন। বিশেষ কারণে কনসার্টটি স্থগিত হয়েছে বলে জানিয়েছিলেন, আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের শীর্ষ কর্মকর্তা শাকিব। বলেন, কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।