শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : টাইগাররা ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে না পারলেও বোলিংয়ে আগুন ঝড়িয়ে ছাড়খাড় করলো সংযুক্ত আরব আমিরাতকে। ৫১ রানের বড় ব্যবধানে আরব আমিরাতকে হারিয়েছে টাইগাররা। প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে টাইগার বোলিং তাণ্ডবে লক্ষ্যে পৌঁছতে পারেনি আরব আমিরাত। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার আল-আমিন হোসেন। স্কোর বোর্ডে ২ রান উঠার পরই আমিরাতের ওপেনার কালিমকে ফিরিয়ে দেন আল-আমিন। এরপর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জোড়া আঘাতে চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত। পর পর দুই ওভারে রোহান ও সাইমন আনোয়ারকে ফিরিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক। এবার শিকারি আগের ম্যাচে উইকেটশূন্য থাকা মুস্তাফিজুর রহমান। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অল্পের জন্য সেটা হয়ে ওঠেনি। ৫২ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমতো ধুকতে থাকে আরব আমিরাত। তাদের ষষ্ঠ উইকেট তুলে নেন স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। সপ্তম আঘাতও হানেন তিনি। অস্টম ও নবম উইকেটটি আউট করেন তাসকিন আহমেদ। আর আমিরাত ইনিংসে শেষ পেরেক ঠোকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।