মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : প্রধান বিচারপতিকে নিয়ে বক্তব্য দেওয়ায় দুই মন্ত্রী কামরুল ইসলাম ও মোজাম্মেল হোসেনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি কেউ এ ধরনের বক্তব্য দিতে চান, তাহলে রাস্তায় গিয়ে দেন। মন্ত্রিসভার সদস্য হয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেই যা খুশি বলবেন এবং যেকোনো সংগঠন ও প্রতিষ্ঠানে গিয়ে কথা বলবেন, এটা ঠিক নয়। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক সূত্রে জানা গেছে, এ সময় প্রধানমন্ত্রী তাদের নাম উল্লেখ করেন নি। যে দুই মন্ত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন, বৈঠকে ওই দুই মন্ত্রীও উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ওই দুই মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রীদের এ ধরনের বক্তব্যে প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন, তাঁর সরকারও বিব্রত হয়েছে।