রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটের নিরাপত্তায় মাঠে থাকবে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় পৌনে দুই লাখ সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে ২০ জন পুলিশ ও আনসার সদস্য। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬৩৯ ইউপিতে ২ হাজার ৬৬২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ২১ হাজার ২৫৯ জন সাধারণ সদস্য ও ৬ হাজার ৪৯৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউপির তফসিল ঘোষণা করে ইসি। এর আগে গত ২২ মার্চ প্রথমধাপের ৭২৫টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়।