মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ভারতের জোড়াসাঁকোতে নির্মাণাধীন ‘বিবেকানন্দ উড়াল সেতু’ ভেঙ্গে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আটকা পড়ে আছেন আরো অনেকেই। ভারতীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎ করেই উড়াল সেতু ভেঙে পড়ে। কলকাতার চিৎপুর এবং গণেশ চন্দ্র এভিন্যুয়ের সংযোগস্থলে ‘গণেশ টকিজ’-এর ঠিক সামনে এই সেতু ভেঙে পড়ে। স্থানীয়দের বক্তব্য বুধবার রাতে সেতুর বড় অংশে ঢালাই হয়। সকালে সেই অংশই ভেঙে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভেঙে পড়ার সময় সেতুর নিচে অনেকগুলো গাড়ি রাখা ছিলো। এই গাড়িগুলো সেতুর নীচে চাপা পড়েছে। ব্যবসায়িক এলাকা হওয়ায় প্রচুর লোক সেখানে ছিলেন। ঘটনাস্থলে এখনও ১০০-১৫০ মানুষ আটকে আছে বলে জানা গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে ‘বিপদ মোকাবিলা বাহিনী’ এবং দমকল বিভাগ।