শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:১০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিরিয়ায় তাদের একটি অত্যাধুনিক হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে দুই পাইলট। মঙ্গলবার রাশিয়ার এই অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে এমআই-২৮এন ‘নাইট হান্টার’ হেলিকপ্টারটি ভূপাতিত হয়নি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে। উদ্ধার অভিযানে দুই পাইলটের লাশ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানানো হয়নি। তবে রাশিয়ার গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে যে বৈরি আবহাওয়া এজন্য দায়ী হতে পারে। স্বৈরশাসক বাশার আল-আসাদের সমর্থনে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এতে রাশিয়ার অনেক নতুন সমরাস্ত্রের পরীক্ষা করা হচ্ছে। এমআই-২৮এন হেলিকপ্টারটি এর অন্যতম। সিরিয়ার বিদ্রোহীরা এর আগে দেশটির সরকারি বাহিনীর বেশ কয়েকটি জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করেছে।