সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক দুটি খাদে, উদ্ধার হয়নি, চলছে ব্রিজ ভাঙ্গার কাজ

ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক দুটি খাদে, উদ্ধার হয়নি, চলছে ব্রিজ ভাঙ্গার কাজ

as44মুহাম্মদ আব্দুল বাছির সরদার : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর সড়কের বগুলারখাড়া এলাকায় স্টিলের ব্রিজ ভেঙ্গে গিয়ে মালবাহী দুটি ট্রাক খাদে পড়ে গেছে, তবে তাতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এর ফলে সুনামগঞ্জ-দিরাই সড়কের সাথে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টায় দিরাই থেকে সুনামগঞ্জগামী দুইটি বড় মালবাহী ট্রাক ব্রিজে উঠলে স্টিলের ব্রিজটি ভেঙ্গে গিয়ে ট্রাক দুটি খাদে পড়ে যায়। এতে দিরাই-মদনপুর সড়কে সম্পূর্ণ যানচলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে সন্ধ্যা ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবাদত হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাসুদ মিয়া, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বারিক, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল আমীন প্রমুখ। ব্রিজটি ধেবে যাওয়ার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ভোগান্তির কবলে পড়ে যানচলাচল এবং সুনামগঞ্জ-দিরাই সড়কে প্রায় ৪ শতাধিক যানবাহন আটকা পড়েছে। সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল আমীন জানান, বেইলি ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে গেছে, এটিকে আর মেরামত করা যাবেনা, নতুন করে ব্রিজ তৈরি করতে হবে এবং ব্রিজ তৈরিতে প্রায় ৮-১০ দিন সময় লাগবে।
এদিকে দিরাই-মদনপুর সড়কের বগুলারখাড়া ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে জনদূর্ভোগের পাশাপাশি মালামাল পরিবহনে দেখা দিয়ে নানা জটিলতা। সর্বশেষ দিরাই বাজারের ডিজেল ও পেট্রোল মালিক সমিতি গতকাল (রোববার) মাইকিং করে ব্রিজ মেরামত না হওয়া পর্যন্ত তা সরবরাহ করা যাবেনা বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক দুটি উদ্ধার না করে স্টিলের ব্রিজ ভাঙ্গার কাজ চলছে বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com